Monday, September 19, 2022

নারীর সুগন্ধি/পারফিউম ব্যবহার নিয়ে ইসলাম কী বলে??

 নারীর সুগন্ধি/পারফিউম  ব্যবহার নিয়ে ইসলাম কী বলে?? 

 ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধি ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক অর্থ্যাৎ একই বিধান।)।।

নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ঐ সুগন্ধ কোন পরপুরুষ না পান। অর্থ্যাৎ একজন নারী শুধু তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন, তাছাড়া নয়। সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে (স্বামীর সাথে বাইরে বের হলেও) তা পরপুরুষ বুঝতে পারবে। তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দারর বিধান রক্ষা করা হলো না।

রাসুল (সাঃ) বলেছেন- “পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে আতর বা সুগন্ধি মেখে কোন মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন যিনাকারী মহিলা হিসাবে গণ্য হবে” (আহমাদ ৪/৪১৮, ছহীহুল জামে হাদীছ ১০৫)।

পর্দার সাথে হলেও মহিলা পারফিউম বা সেন্ট জাতীয় কোন সুগন্ধি ব্যবহার করে বাইরে যেতে পারে না। কারণ তাতে ফিতনা আছে। মহানবী (সঃ) বলেছেন, “প্রত্যেক চক্ষুই ব্যাভিচারী। আর মহিলা যদি (কোন প্রকার) সুগন্ধি ব্যবহার করে কোন (পুরুষের)মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে ব্যভিচারিণী (বেশ্যার মেয়ে)।” ৫০৬ (আবূ দাঊদ, তিরমিযী, নাসাঈ, ইবনে হিব্বান, ইবনে খুযাইমাহ, হাকেম, সহীহুল জামে, ৪৫৪০ নং)

এমন কি মসজিদে নামায পড়ার উদ্দেশ্যে যেতেও সে সেন্ট ব্যবহার করতে পারে না। মহানবী (সঃ) বলেন, “আল্লাহ্‌র বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খোশবূ ব্যবহার না করে সাধাসিধাভাবে আসে।” ৫০৭ (আহমাদ, আবূ দাঊদ, সঃ জামে ৭৪৫৭ নং)

“যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যাবে, সে মহিলার গোসল না করা পর্যন্ত কোন নামায কবুল হবে না।” ৫০৮ (ইবনে মাজাহ ৪০০২, সঃ জামে ২৭০৩ নং)

অনেক মহিলা তো এ ব্যাপারে একেবারেই উদাসীন, আর অনেকেই তো এ বিষয়টিকে খুব হালকাভাবে গ্রহণ করে। যে সমস্ত নারীরা সেজেগুজে বিভিন্ন ধরনের সুগন্ধি মেখে ড্রাইভারের সাথে গাড়ীতে চলাফেরা করছে, দোকানে যাচ্ছে, স্কুল-কলেজ ও ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারা শরী’আতের নিষেধাজ্ঞার দিকে সামান্যতমও খেয়াল করে না। মেয়েদের ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে ইসলামী শরী‘আত এমন কঠোর বিধান আরোপ করেছে যে, বাড়ীর বাইরে যাওয়ার সময় মেয়েরা সুগন্ধি মেখে থাকলে ঐ সুগন্ধিকে নাপাকী মনে করে ফরয গোসলের ন্যায় ঐ মহিলাকে গোসল করতে হবে।


এক্ষেত্রে কোনো মেয়ের শরীর থেকে যদি কোনো দূর্গন্ধ প্রকাশিত হওয়ার সমস্যা থাকে সে ক্ষেত্রে সুগন্ধি ব্যবহার ছাড়া নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। প্রয়োজনে প্রতি ঘণ্টা অন্তর অন্তর নিজেকে পরিস্কার করে নিতে পারেন। সমস্যা খানিকটা জচিল হলে তিনি একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং ডাক্তারের পরামর্শ মতো বৈধ কিছু ব্যবহার করতে পারেন।


আসলে আল-কোরআন কিংবা হাদীসের কোথাও বডি স্প্রের কথা উল্লেখ নেই। তবে বলা আছে নাপাক অবস্থায় নামাজ হবে না।

 অর্থ্যাৎ পাক-পবিত্র হয়ে নামাজ আদায় করতে বলার নির্দেষনা আছে।

আর  বর্তমান বাজারগুলোতে যেসব পারফিউম বা বডি স্প্রে পাওয়া যায় এগুলোর অধিকাংশটির মধ্যেই রয়েছে অ্যালকোহল। তবে অ্যালকোহলমুক্ত পারফিউমও পাওয়া যায়। তাই পারফিউম বা স্প্রে ব্যবহার করতে চাইলে এ্যালকোহলমুক্তগুলোই কিনতে হবে। কারণ এ্যালকোহলযুক্ত স্প্রে ব্যবহার করা অনুত্তম। কারণ মুসলমানদের মদ খাওয়া হারাম। আর মদে যেহেতু অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে। তাই অ্যালকোহলযু্ক্ত স্প্রে ব্যবহার করে নামাজ আদায় না করায় উত্তম।

Tuesday, August 30, 2022

কুরআন শিক্ষা

কুরআন শিক্ষা 

 শিক্ষা জাতির মেরুদণ্ড ও মানবসভ্যতার প্রাণ। মানবাত্মার সুষম বিকাশ, লালন ও কর্ষণের একমাত্র বাহন হলো শিক্ষা। শিক্ষা জাতির উন্নতি ও সমৃদ্ধির এক নিয়ামক শক্তি, তাই সুশিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি ও ক্রমোন্নতি সম্ভব নয়। প্রকৃত শিক্ষাই মানুষের দেহ ও আত্মাকে সুন্দর সুসামঞ্জস করে গড়ে তোলে এবং মানুষকে সচ্চরিত্রবান, সুরুচিসম্পন্ন, কর্মদক্ষ, ন্যায়-নিষ্ঠাবান, পরিশীলিত ও পরিমার্জিত করে তাকে উন্নত ও সমৃদ্ধ মানবে পরিণত করে। ফলে সে অজ্ঞেয় বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করে। যে জ্ঞানের মাধ্যমে তার সুকুমার বৃত্তি বিকশিত হয় এবং মানবিক চেতনার উন্মেষ ঘটে। পৃথিবীতে কেবল ইসলাম ছাড়া সব মতবাদ ও মতাদর্শে শিক্ষার এই মূলতত্ত্ব অনুপস্থিত। ইসলাম নিছক গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, বরং এটি হলো মানবতার মুক্তির মহা সনদ এবং উন্নত জীবন ধারার ব্যবস্থাপক। এখানে নৈতিকতার প্রাণশক্তি স্পন্দিত এবং প্রকৃত শিক্ষার আলো বিচ্ছুরিত। মানুষের জীবন ধারা, কর্মপদ্ধতি, আদর্শ, কর্মচাঞ্চল্য, ত্যাগ, সাধনা ও সফলতার সমন্বয় ও অভিব্যক্তির পরস্ফুিটন ঘটেছে এই ইসলামের মাঝে। পৃথিবীর প্রথম ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে ইসলামই সর্বপ্রথম শিক্ষার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে। আহ্বান করেছে অজ্ঞতার অমানিশার বুকচিরে সুশিক্ষার আলোর দিকে। কুরআন শিক্ষার সকল বই এখানে পাবেন। 

দয়া করে পিডিএফ ফাইল গুলো ডাউনলোড করে নিন। 
অন লাইনে আরবি ভাষা শিক্ষার সাইটের নাম সমুহ


দয়া করে লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দুনিয়া ও আখেরাতের মঙ্গল হাসেল করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ ক

পরকিয়া নিয়ে ইসলাম কি বলে!!!

 পরকিয়া নিয়ে ইসলাম কি বলে!!! 


##পরকিয়া কি............???

নিজ স্ত্রী বা স্বামীকে রেখে পর নারী বা পুরুষের সাথে অবৈধ মিলনকে পরকীয়া বলে। দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া প্রেম। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ জাতি ও পরিবার। ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত আর মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত পরিবার সর্বত্রই ভয়ানক ব্যাধি হিসাবে দেখা দিয়েছে এই অভিশপ্ত অভিসার।

আবাসিক হোটেল, গেস্ট হাউজ, মিনি চাইনিজ রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র আর বিভিন্ন গার্ডেনে দেখা মিলছে এসব নিষিদ্ধ জুটির। পরকীয়ার জেরে দাম্পত্য কলহের ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ছে সন্তানদের উপর। এর বিষবাষ্পে ভেঙ্গে টুকরো টুকরো হচ্ছে সাজানো গোছানো সোনার সংসার। তাই এখনই ভাবতে হবে এর প্রতিকার ব্যবস্থা নিয়ে। নতুবা এর চরম খেসারত দিতে হবে অনাগত প্রজন্মকে।

বাস্তব কথা হলো ইসলামী অনুসাশনই রুখে দিতে পারে পরকীয়ার ভয়াল থাবাকে। পারে  পরকীয়ার ভাইরাসকে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে। কিন্তু নির্মম বাস্তবতা হলো যে ইসলামই পারত প্রাণঘাতী, পরিবারঘাতী ও সমাজঘাতী পরকীয়ার বিষাক্ত ছোবল থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে মুক্ত করতে ও মুক্ত রাখতে কিন্তু সে ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে সমাজ ও রাষ্ট্রের কর্তব্যরত ব্যক্তিরা। এরপর শুধু আফসোস আর হাহাকার, কি ফল বয়ে আনবে মুক্তির একমাত্র পথ ইসলাম? কল্যাণের ধর্ম ইসলামে পরকীয়া হারাম ও চরম ঘৃণ্য কাজ। এর পরিণাম ভয়ানক। শাস্তি অত্যন্ত কঠোর।


##কোরআন হাদিসের আলোকে পরকিয়া ঃ

বুখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে হযরত উমর ফারুক রা. রাসূলুল্লাহ্ সা. এর মিম্বরে উপবিষ্ট অবস্থায় বললেন, মহান আল্লাহ মুহাম্মাদ সা. কে সত্য সহ প্রেরণ করেন এবং তার উপর নাযিল করেন কিতাব তথা আল কুরআন। কুরআনে যে সকল বিষয় অবতীর্ণ হয়, তন্মধ্যে রজম তথা প্রস্তরাঘাতে হত্যার বিধানও ছিল। যা আমরা পড়েছি, স্মরণ রেখেছি এবং হৃদয়ঙ্গম করেছি। এরপর মহানবী সা.ও প্রস্তরাঘাতে হত্যা করেছেন এবং তারপরে আমরাও করেছি। এখন আমি  আশংকা করছি যে, সময়ের চাকা আবর্তিত হওয়ার পর কেউ একথা বলতে শুরু না করে যে আমরা প্রস্তরাঘাতে হত্যার বিধান আল্লাহ্র কিতাবে পাইনা। ফলে সে এমন একটি ধর্মীয় কর্তব্য পরিত্যাগ করার কারণে পথভ্রষ্ট হয়ে যাবে যা আল্লাহ্ নাযিল করেছেন।

** তোমরা মনে রেখো, প্রস্তরাঘাতে হত্যার বিধান আল্লাহর কিতাবে সত্য এবং তা বিববাহিত পুরুষ ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য যদি ব্যভিচারের শরীয়াত সম্মত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় কিংবা গর্ভ ও স্বীকারোক্তি পাওয়া যায়। [বুখারী: ২/১০০৯, মুসলিমঃ /৬৫] 

**অপর বর্ণনায় আছে সাহাবী আবু হুরাইরা রা. বলেন মায়েয আল আসলামী রাসুলুল্লাহ সা. এর নিকট এসে বললেন সে ব্যাভিচার করেছে। একথা শুনে মহানবী সা. তার থেকে চেহারা ফিরিয়ে নিলেন। এরপর মায়েয মহানবীর সামনে অন্য দিক দিয়ে আসলেন। চারবার এমন করার পর মহানবী সা. তাকে প্রস্তরাঘাতে হত্যার নির্দেশ দিলেন। তাকে হাররা প্রান্তরে নিয়ে প্রস্তরাঘাত শুরু করা হলো। তিনি ব্যথার তিব্রতা সহ্য করতে না পেরে দৌঁড়ে পালাতে লাগলেন। জনৈক ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় সে উটের চোয়ালের হাড় দিয়ে তাকে আঘাত করলেন আর অমনি অন্যরাও আঘাত শুরু করলে । একপর্যায়ে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়লেন। [তিরমিযী: ১/২৬৪ পৃষ্ঠা, বুখারী :হা. ১০০৮, মুসলিম : ২/৬৬,৬৭,৬৮]

** এছাড়াও বুখারী, মুসলিম ও তিরমিযীর একাধিক বর্ণনায় এসেছে যে রাসুলুল্লাহ্ সা. বিবাহিত নারী পুরুষকে ব্যাভিচারের অপরাধে প্রস্তরাঘাতে হত্যা করেছেন এ ব্যাপারে কোন রকমের ছাড় দেননি। [বুখারী ঃ /১০০৬,-১০০৯, মুসলিমঃ ২/৬৫-৭০, তিরমিযী ঃ ১/৬৪-২৬৫] 

**অন্য বর্ণনায় মহানবী সা. বলেন-হে লোক সকল তোমরা অবৈধ যৌন মিলনকে ভয় কর। কেননা তার ছয়টি  অশুভ পরিণাম রয়েছে। । তিনটি দুনিয়ায়  আর তিনটি পরকালে।

 >>>দুনিয়াস্থ তিনটি পরিণাম হলো- ১. শ্রীহীনতা ২. অভাব-. দারিদ্রতা ৩. জীবনকাল হ্রাস পেয়ে মৃত্যু বরণ।


>>> আর পরকালের তিনটি হলো – ১. পরম দয়ালূ আল্লাহর ক্রোধ, ২. মন্দ হিসাব ৩. দোযখের শান্তি। [শুয়াবুল ঈমান, বায়হাকী; আল জামিউল কাবির সুয়ূতী] 

>>>>অপর এক বর্ণনায় আছে  মহানবী সা.  বলেন-‘‘ চার প্রকার মানুষকে আল্লাহ পছন্দ করেন না। তাদের উপর আল্লাহ ক্রোধ নেমে আসে। ১.বারবার শপথকারী ব্যাবসায়ী ২. দাম্ভীক ফকীর ৩. বৃদ্ধ ব্যাভিচারী ৪. অত্যাচারী শাসক । নাসাঈ।

 **রাসুলুল্লাহ সা. বলেন ‘‘আমার উম্মত ততদিন ভালই থাকবে যতদিন পর্যন্ত তাদের মধ্যে ব্যাভিচার ও অবৈধ যৌন সম্ভোগ ব্যাপক আকারে ছড়িয়ে না পড়বে। আর যখন ব্যাভিচার তাদের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করবে তখন তাদেরকে আল্লাহর শাস্তি গ্রাস করবে । [মুসনাদে আহমাদ]

** পরকীয়াকারী  শারীরিকভাবেও বিভিন্ন ক্ষতির শিকার হয়। স্বাস্থ্য নষ্ট হয়ে দুর্বল হয়ে পড়ে এবং তার দেহে ছড়িয়ে পড়ে এইডস, সিফিলিস, প্রমেহ, গনোরিয়া, হৃদরোগ জাতীয় মরণব্যাধি। বর্ণিত ব্যাধি গুলোর প্রত্যেকটির চুড়ান্ত পরিণাম মৃত্যু।  [আল খাতায়া ফি নাজরিল ইসলাম, আফীফ আব্দুল ফাত্তাহ তাব্বারা- ১০৬-১০৮]

অথচ ভেবে দেখিনা এ বিপর্যয়ের উৎস কোথায়? এর মূল উৎস পর্দাহীনতা ও নগ্নতা । তাই কল্যাণের ধর্ম ইসলাম সেই উৎসটাই উপড়ে ফেলতে চেয়েছে। তাই পুরুষকে নির্দেশ দিয়েছে দৃষ্টি অবনত রাখতে আর নারীকে বলেছে দৃষ্টি অবনত রাখার পাশাপাশি দেহ সৌন্দর্যকে ঢেকে রাখতে  এবং কঠোর ভাবে নির্দেশ দিয়েছে শরীআত সমর্র্থিত প্রয়োজন ছাড়া বাইরে না যেতে।

**একান্তই বের হতে হলে হবে পর্দায় মোড়িয়ে সম্পূর্ণ দেহ ঢেকে।  এতে নারী-পুরুষ  থাকবে  কলংকমুক্ত আর সমাজ সংসার হবে নির্মল সজিব। কুরআন মাজীদে ইরশাদ হয়েছে- “ তোমরা নারীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে।  এই বিধান তোমাদের (পুরুষদের) এবং তাদের (নারীদের) অন্তরের জন্যুু অধিক পবিত্রতার কার্যকর উপায়” [সূরা আহযাব-৫৩] 

**অন্যত্র ইরশাদ হয়েছে – “হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিনদের স্ত্রীগণকে বলুন, তারা যেন তাদের চাদরে কিয়দাংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে। ফলে তাদেরকে উত্যক্ত করা হবে না।” [আহযাব-৫৯]

***  আরেক আয়াতে  আল্লাহ তাআলা বলেন- “ আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে আর হেফাজত করে স্বীয় যৌনাঙ্গকে। এ ব্যবস্থা অধিকতর পবিত্রতার সহজ  উপায় । তাদের কর্ম সম্পর্কে আল্লাহ অবশ্যই অবগত আছেন। 

***আর মুমিন নারীদেরকে বলুন তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং হেফাজত করে স্বীয় লজ্জাস্থানের ।  তারা যেন স্বীয় স্বামী,  পিতা, শশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাতিজা, ভাগিনা, আপন নারী, অধিকার ভুক্ত দাসী, যৌনকানামুক্ত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্পর্কে   অজ্ঞ বালক ব্যতিত কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ  না করে ।”  (সূরা নূর- ৩০-৩১)।

আরো ইরশাদ হয়েছে – “তোমরা তোমাদের গৃহে অবস্থান কর। প্রাক – জাহেলী যুগের মত নিজেদের প্রদর্শন করো না।” সূরা আহযাব-৩১ ।

রাসুলুল্লাহ সা. বলেন চোখের ব্যভিচার হলো কুদৃষ্টি আর জিহ্ববার ব্যভিচার হলো অশ্লীল কথা বলা। নফস আকাংখা করে অশ্লীল কাজের আর যৌনাঙ্গ তা বাস্তবায়ন করে কিংবা তা থেকে বিরত থাকে। ” [আবু দাউদ-হাদীস ২১৫২] 

অপর এক বর্ণনায় আছে- মহানবী সা. বলেন“দৃষ্টি হলো শয়তানের তীর। ” একটি হাদীসে আছে রাসুলুল্লাহ সা. বলেন “নারী গোপন যোগ্য (তাই লোকচক্ষুর আড়ালে থাকা উচিৎ) যখন সে ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে বিশেষ ভাবে তাকাতে থাকে।” [তিরমীযি হাদীস-১১৭৩]

পরিশেষে একটি কথা বলতে চাই, ইসলামের সকল অপরিহার্য বিধানই মুমিনের জন্য বাধ্যতামূলক, ঐচ্ছিক নয়। এখানে মন চাওয়া , না চাওয়া ভাল লাগা  আর না লাগার কোন স্থান নেই। যে মেনে নেবে সে ইহকাল ও পরকালে নিরাপদ থাকবে আর যে মানবেনা তার কর্মের ফল সে ভোগ করবে দুনিয়া ও আখেরাতে।

আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ্‌র বিধান মেনে ও দয়াল নবীর রেখে যাওয়া সুন্নত  মেনে  চলার তৌফিক ভিক্কা দান করুন । আমিন।

Source: http://saddamaryan.blogspot.com/2016/10/blog-post_23.html