রোজা ভঙ্গের কারণ
১। রোজা অবস্থায় ইচ্ছাকৃত কিছু খেলে বা পান করলে অথবা সহবাসে লিপ্ত হলে রোজা ভেঙে যায়।
২। রোজা অবস্থায় কাউকে জোর করে কিছু খাওয়ালে রোজা ভেঙে যায়।
৩। যেসব জিনিস খাদ্য, পানীয় বা ওষুধ হিসেবে ব্যবহার করা হয় না এমন কিছু খেলে।
৪। ইচ্ছাকৃত কোনো কিছুর ধোঁয়া নাকের ভেতর নিলে।
৫। দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা যদি একটি ছোলা-বুটের পরিমাণ হয় তা খেলে রোজা নষ্ট হয়ে যাবে। তবে ছোলার চেয়ে ছোট হলে রোজা নষ্ট হবে না বরং মাকরুহ হবে।
৬। দাঁত থেকে রক্ত বের হয়ে থুথুর সঙ্গে মিশে গলার ভেতরে চলে গেল। এখন দেখতে হবে যদি থুথুর পরিমাণ বেশি হয় তাহলে রোজা ভেঙে যাবে। অন্যথায় ভাঙবে না।
৭। নাক বা কানে ওষুধ দিলে তা যদি পেট পর্যন্ত পেঁৗছে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে।
৮। নিজ স্ত্রী অথবা অন্য কাউকে কামভাবের সঙ্গে স্পর্শ করার ফলে যদি বীর্যপাত হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আর এতে বীর্যপাত না হলে রোজা নষ্ট হবে না।
৯। হস্তমৈথুন দ্বারা বীর্যপাত ঘটালে রোজা নষ্ট হয়ে যায়।
১০। গোসল বা অজু করার সময় রোজা স্মরণ থাকা অবস্থায় হঠাৎ গলার ভেতরে পানি চলে গেলে রোজা নষ্ট হয়ে যাবে।
১১। পানি অথবা তেলে ভেজা আঙুল গুহ্যদ্বারে ঢোকালে রোজা নষ্ট হয়ে যায়।
No comments:
Post a Comment