Wednesday, May 21, 2014

কুরআনের আলো-8

কুরআনের আলো-8

সূরা নাহলের ৯৭ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-   مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ (97) “পুরুষ ও নারী …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:40

সূরা নাহল; আয়াত ৯৩-৯২ (পর্ব-২২)

সূরা নাহলের ৯৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-   وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ يُضِلُّ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَلَتُسْأَلُنَّ عَمَّا كُنْتُمْ تَعْمَلُونَ (93) “যদি আল্লাহ্‌ ইচ্ছে করতেন,তবে …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:40

সূরা নাহল; আয়াত ৯০-৯২ (পর্ব-২১)

সূরা নাহলের ৯০ নম্বর  আয়াতে মহান আল্লাহ বলেছেন- إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ (90) “আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:38

সূরা নাহল; আয়াত ৮৫-৮৯ (পর্ব-২০)

সূরা নাহলের ৮৫ ও ৮৬ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন-    وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنْظَرُونَ (85) وَإِذَا رَأَى الَّذِينَ أَشْرَكُوا شُرَكَاءَهُمْ قَالُوا رَبَّنَا …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:37

সূরা নাহল; আয়াত ৮১-৮৪ (পর্ব-১৯)

সূরা নাহলের ৮১ নম্বর আয়াতে বলা হয়েছে-   وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنَ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمُ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:35

সূরা নাহল; আয়াত ৭৮-৮০ (পর্ব-১৮)

সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে-   وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (78) “আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:33

সূরা নাহল; আয়াত ৭৩-৭৭ (পর্ব-১৭)

এই সূরার ৭৩ ও ৭৪ নম্বর আয়াতে বলা হয়েছে,   وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ (73) فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ إِنَّ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:30

সূরা নাহল; আয়াত ৭০-৭২ (পর্ব-১৬)

সূরা নাহলের ৭০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন- وَاللَّهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفَّاكُمْ وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ قَدِيرٌ (70) "আল্লাহই …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:29

সূরা নাহল; আয়াত ৬৬-৬৯ (পর্ব-১৫)

সূরা নাহলের ৬৬ নম্বর আয়াতে বলা হয়েছে,   وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ (66) “অবশ্যই পশুর মধ্যে তোমাদের জন্য …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:29

সূরা নাহল; আয়াত ৬২-৬৫ (পর্ব-১৪)

সূরা নাহলের ৬২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন,   وَيَجْعَلُونَ لِلَّهِ مَا يَكْرَهُونَ وَتَصِفُ أَلْسِنَتُهُمُ الْكَذِبَ أَنَّ لَهُمُ الْحُسْنَى لَا جَرَمَ أَنَّ لَهُمُ النَّارَ وَأَنَّهُمْ مُفْرَطُونَ (62) “তারা নিজেদের জন্য (মুশরিকরা) …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:28

সূরা নাহল; আয়াত ৫৮-৬১ (পর্ব-১৩)

সূরা নাহলের ৫৮ ও ৫৯ নম্বর আয়াতে বলা হয়েছে,   وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنْثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ (58) يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:27

সূরা নাহল; আয়াত ৫৩-৫৭ (পর্ব-১২)

সূরা নাহলের ৫৩ ও ৫৪ নম্বর আয়াতে বলেছেন,   وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ (53) ثُمَّ إِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ إِذَا فَرِيقٌ مِنْكُمْ بِرَبِّهِمْ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:26

সূরা নাহল; আয়াত ৪৮-৫২ (পর্ব-১১)

সূরা নাহলের ৪৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন,  أَوَلَمْ يَرَوْا إِلَى مَا خَلَقَ اللَّهُ مِنْ شَيْءٍ يَتَفَيَّأُ ظِلَالُهُ عَنِ الْيَمِينِ وَالشَّمَائِلِ سُجَّدًا لِلَّهِ وَهُمْ دَاخِرُونَ (48) "তারা কি আল্লাহর …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:26

সূরা নাহল; আয়াত ৪৩-৪৭ (পর্ব-১০)

সূরা নাহলের ৪৩ ও ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে,    وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ (43) بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:25

সূরা নাহল; আয়াত ৩৮-৪২ (পর্ব-৯)

সূরা নাহলের ৩৮ ও ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে,   وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَا يَبْعَثُ اللَّهُ مَنْ يَمُوتُ بَلَى وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ (38) لِيُبَيِّنَ لَهُمُ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:24

সূরা নাহল; আয়াত ৩৫-৩৭ (পর্ব-৮)

সূরা নাহলের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামীন বলেছেন,   وَقَالَ الَّذِينَ أَشْرَكُوا لَوْ شَاءَ اللَّهُ مَا عَبَدْنَا مِنْ دُونِهِ مِنْ شَيْءٍ نَحْنُ وَلَا آَبَاؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ دُونِهِ مِنْ شَيْءٍ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:22

সূরা নাহল; আয়াত ৩০-৩৪ (পর্ব-৭)

সূরা নাহলের ৩০ ও ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে,   وَقِيلَ لِلَّذِينَ اتَّقَوْا مَاذَا أَنْزَلَ رَبُّكُمْ قَالُوا خَيْرًا لِلَّذِينَ أَحْسَنُوا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةٌ وَلَدَارُ الْآَخِرَةِ خَيْرٌ وَلَنِعْمَ دَارُ الْمُتَّقِينَ (30) …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:22

সূরা নাহল; আয়াত ২৬-২৯ (পর্ব-৬)

সূরা নাহলের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন, قَدْ مَكَرَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَأَتَى اللَّهُ بُنْيَانَهُمْ مِنَ الْقَوَاعِدِ فَخَرَّ عَلَيْهِمُ السَّقْفُ مِنْ فَوْقِهِمْ وَأَتَاهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:21

সূরা নাহল; আয়াত ২২-২৫ (পর্ব-৫)

সূরা নাহলের ২২ ও ২৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেন,   إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآَخِرَةِ قُلُوبُهُمْ مُنْكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ (22) لَا جَرَمَ أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ …
রবিবার, 13 জানুয়ারী 2013 13:20

সূরা নাহল; আয়াত ১৭-২১ (পর্ব-৪)

সূরা নাহলের ১৭ ও ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে,   أَفَمَنْ يَخْلُقُ كَمَنْ لَا يَخْلُقُ أَفَلَا تَذَكَّرُونَ (17) وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ (18) "যিনি সৃষ্টি …

পাতা 9 এর 31

No comments:

Post a Comment