মুহাম্মদ (সা.)-তাঁর সাহাবাদেরজীবনী
-
সম্মানিত সাহাবী সামুরা ইব্ন জুনদুব রাদি আল্লাহু আনহু
পূর্বে প্রকাশিতের পর সম্মানিত সাহাবী সামুরা ইব্ন জুনদুব রাদি আল্লাহু আনহু সম্পর্কে উত্থাপিত সংশয়সমূহ ভূমিকা:- মহান সাহাবী সামুরা ইব্ন জুনদুব রাদি আল্লাহু আনহুর ব্যাপারে উত্থাপিত সংশয়সমূহ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে আমরা একে দুটি অনুচ্ছেদে আলোচনা করব:- প্রথম অনুচ্ছেদ: চরিত্রগত সংশয়, এটি নিম্নোক্ত বিষয়গুলো অর্ন্তভুক্ত করবে: ক) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া […]
-
সামুরা ইব্ন জুনদুব রাদি আল্লাহু আনহুর জীবনী
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীগণের সম্পর্কে আলোচনার মধ্যে বিশেষ একটি স্বাদ রয়েছে। তাঁদের স্মরণে মজলিস পবিত্র হয়। তাদের আলোচনায় অন্তর আনন্দিত হয়, হৃদয় আন্দোলিত হয়, উদ্বেগ-উৎকণ্ঠা দূর হয়, দুঃশ্চিন্তা মুছে যায়, চিন্তাগ্রস্ত ব্যক্তি প্রশান্তি পায়, উৎসুক ব্যক্তি আনন্দে বিহবল হয় ও প্রেমিক ব্যক্তি উৎফুল্ল হয়। তাঁরা উত্তম আদর্শ ও […]
-
আবু বকর সিদ্দীক (রাঃ)
(পর্ব:- ১) আব্দুল্লাহ নাম, সিদ্দীক ও আতীক উপাধি, ডাকনাম বা কুনিয়াত আবু বকর। পিতার নাম ‘উসমান, কুনিয়াত আবু কুহাফা। মাতার নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খায়ের। কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ ‘মুররা’তে গিয়ে রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র নসবের সাথে তাঁর নসব মিলিত হয়েছে। রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র জন্মের দু’বছরের […]
Source: http://www.new-muslims.info/bd/
No comments:
Post a Comment