Thursday, May 29, 2014

সহীহ মুসলিম শরীফ

সহীহ মুসলিম শরীফ

sahih-muslim
হযরত আবু যার জুনদুব ইব্‌ন জুনাদা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেনঃ ” হে আমার বান্দারা! আমি নিজের উপর যুলুমকে হারাম করে রেখেছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি।কাজেই তোমরা পরস্পর যুলুম করো না। হে আমার বান্দারা! আমি যাকে হিদায়াত দিয়েছি সে ছাড়া তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট। কাজেই আমার কাছে হিদায়েত চাও, আমি তোমাদেরকে হিদায়েত দেব।হে আমার বান্দারা! আমি যাকে খাদ্য দিয়েছি সে ছাড়া তোমাদের প্রত্যেকেই ক্ষুধার্ত। কাজেই আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের খাদ্য দেব। হে আমার বান্দারা! আমি যাকে কাপড় দিয়েছি সে ছাড়া প্রত্যেকেই বস্ত্রহীন। কাজেই আমার কাছে কাপড় চাও , আমি তোমাদেরকে কাপড় দেব। হে আমার বান্দারা! তোমারা রাত-দিন ভুল করে থাক, আর আমি সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। কাজেই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হে আমার বান্দারা! তোমরা আমার কোন ক্ষতি করতে পারবে না, আমার কোন লাভ ও করতে পারবে না। হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্বের ও পরের সমস্ত জিন্‌ ও মানুষ তোমাদের মধ্যকার শ্রেষ্ঠতম আল্লাহ্‌ ভীরুর হৃদের মত হৃদয়সম্পন্ন হয়ে যায়, তবুও তাতে আমার রাজত্বের এতটুকু মর্যাদা বৃদ্ধি পাবে না। হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্বের ও পরের সমস্ত জিন্‌ ও মানুষ তোমাদের মধ্যকার সব চেয়ে খারাপ মানুষের হৃদয়ের মত হৃদয়সম্পন্ন হয়ে যায়, তবুও তাতে আমার রাজত্বের এতটুকু মর্যাদা ক্ষুন্ন হবে না। হে আমার বান্দারা! যদি তোমাদের পূর্বের ও পরের সমস্ত জিন্‌ ও মানুষ কোন এক ময়দানে দাঁড়িয়ে একত্রে আমার কাছে চায় এবং আমি প্রত্যেকের চাহিদা পূরণ করে দেই, তাহলে আমার কাছে যে ভান্ডার রয়েছে তার এতটুকু কমে যায় যতটুকু সমুদ্রে একটি সূঁচ ফেললে তার পানি কমে যায়। হে আমার বান্দারা! আমি তোমাদের নেক আমলকে তোমাদের জন্য জমা করে রাখছি, তারপর আমি তোমাদের তার পূর্ণ বিনিময় দেব। কাজেই যে ব্যক্তি কোন কল্যাণ পায়, সে যেন আল্লাহর প্রশংসা করে। আর যে ব্যক্তি অন্য কিছু পায়, সে যেন নিজেকেই তিরস্কার করে। (মুসলিম)
নিচের পিডিএফ  ফাইল গুলোতে ক্লিক করে ডাউনলোড করুন.
মুসলিম শারীফঃ প্রথম অধ্যায় মুসলিম শারীফঃ দ্বিতীয় অধ্যায় মুসলিম শারীফঃ তৃতীয় অধ্যায়
মুসলিম শারীফঃ চতুর্থ অধ্যায় মুসলিম শারীফঃ পঞ্চম অধ্যায় মুসলিম শারীফঃ ষষ্ঠ অধ্যায়
মুসলিম শারীফঃ সপ্তম অধ্যায় মুসলিম শারীফঃ অষ্টম অধ্যায়
দয়া করে লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দুনিয়া ও আখেরাতের মঙ্গল হাসেল
করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন।

No comments:

Post a Comment