Saturday, May 24, 2014

হাদীস প্রতিদিন

হাদীস প্রতিদিন

 যারা অদৃশ্যে বিশ্বাস করে ,  নামায কায়েম করে ৫ 

হাদিস নং :০৫………………………বিসমিল্লাহির রাহমানির রাহিম …………………………

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি যদি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে না শুনতাম যে, “তুমি মৃত্যু কামনা করো না”, তবে আমি নিশ্চয়ই তা কামনা করতাম। [বুখারী: ৭২৩৩]

হাদিস নং :০৪………………………বিসমিল্লাহির রাহমানির রাহিম …………………………

হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কারো পক্ষে কাষ্ঠ সংগ্রহ করে পিঠে বোঝাই করে বয়ে আনা কারো কাছে হাত পাতার চেয়ে উত্তম। অথচ সে ব্যক্তি (যার কাছে হাত পাতা হলো) তাকে দান করতেও পারে অথবা বিমুখও করতে পারে।” [বুখারী: ১৪৭০, মুসলিম: ১০৪২]

হাদিস নং :০৩………………………বিসমিল্লাহির রাহমানির রাহিম …………………………

হযরত ওমর(রা) রেওয়ায়েত করেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ! সবচাইতে বুদ্ধিমান লোক কে ? তিনি বললেন , যে ব্যক্তি অধিকহারে মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহণে লেগে থাকে। (ইবন মাজাহ)

হাদিস নং :০২ ……………………….বিসমিল্লাহির রাহমানির রাহিম …………………………

হুমায়দী (র) …..’আলকামা ইবন ওয়াক্কাস আল-লায়সী (র) থেকে বর্ণিত,আমি উমর ইবনুল খাত্তাব (রা)- কে মিম্বরের ওপর দাড়িয়া বলতে শুনেছি : আমি রসুলুল্ল্লাহ সাল্লাল্লাহী ওয়া সাল্লাম এরশাদ করতে শুনেছি :প্রতেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত ।আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে ।তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশে- সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য ।

-(ওহীর সূচনা অধায়,বুখারী শরিফ)

হাদিস নং :০১ ……………………….বিসমিল্লাহির রাহমানির রাহিম …………………………

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রোধ হলো শয়তানী কুমন্ত্রণার ফল এবং শয়তান আগুন হতে সৃষ্ট। আর আগুন একমাত্র পানি দ্বারাই নিবে থাকে। অতএব যে ব্যক্তির ক্রোধের উদ্রেক হয় সে যেনো অবশ্যই অযু করে নেয়।”

– আবু দাউদ

No comments:

Post a Comment