Wednesday, May 28, 2014

জাকির নায়েক সম্বন্ধে

 
ডাঃ জাকির আব্দুল-করিম নায়েক মুম্বাই থেকে 'পীস টিভি" নামক একটি চ্যানেল পরিচালনা করছে যার মাধ্যমে তিনি বিভিন্ন ওয়াহাবি প্রপাগান্ডা প্রচার করেন। নায়েকের ভুল তথ্য, ভুলব্যাখ্যা এবং কিতাব-বিরুদ্ধ মতবাদের কারণে অনেক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় নেতারা জাকির নায়েকের বিরোধিত করে। ভারতের শীর্ষ ইসলামি বিদ্যালয় দেওবন্দ মাদ্রাসার মুফতিগণ তাঁর সম্বন্ধে বলেছেন—
“…একজন গাইর মুক্বাল্লিদীন প্রচারক …তার কথার উপর নির্ভর করা উচিত নয়”
“…তিনি নির্ভরযোগ্য নন, এবং মুসলমানদের তার কথা শোনা উচিত নয়।”
এরা আরো বলেন যে—
“…ভুল ধারণা ছড়িয়ে তিনি ইলম ও হিকমতের পথ থেকে সরে গেছেন এবং সরল মুসলমানদের ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছেন।”
জাকির নায়েকের যুক্তি, দৃষ্টিভঙ্গি এবং ভুল তথ্য সম্বন্ধে বিস্তারিত জানার জন্য জাকির নায়েকের যুক্তি কি নির্ভরযোগ্য?' প্রবন্ধ পড়ুন। 'কোরআনে বিজ্ঞান' এবং নায়েক কীভাবে বিজ্ঞানের অপব্যবহার করেন তার বিশ্লেষণের জন্য আমাদের প্রবন্ধ বুকাইলিবাদ পেরিয়ে: বিজ্ঞান, কিতাব ও ঈমান দেখুন।
হযরত ঈসা মসীহ্‌ সম্বন্ধে জাকির নায়েকের ভুল ধারণার বিশ্লেষণের জন্য দেখুন:
নায়েকের এক একটা লেকচারের মধ্যে বিশেষ বিশেষ অভিযোগের উত্তরের লিংক নিচে ধারাবাহিকভাবে দেওয়া আছে:

জাকির নায়েকের লেক্‌চারের
ভুল তথ্যের নির্দেশিকা
ইসলাম সম্পর্কে অমুসলিমদের নানা জিজ্ঞাসার জবাব
২. একাধিক স্ত্রী গ্রহণ
৩. হিজাব
৫. ইসলাম কি তরবারির জোরে প্রসারিত হয়েছে?

১২. শূকরের মাংস খাওয়া হারাম
১৮. ইসলামেরই অনুসরণ কেন করা হবে?

আল্লাহ্‌ তা'আলা সম্পর্কে বিভিন্ন ধর্মের ধারণা
আল্লাহ্‌ সম্পর্কে ঈসায়ীদের ধারণা

ইসলাম ও খ্রীষ্ট ধর্মের সাদৃশ্য

'ইসলামের বিরুদ্ধে' ঈসায়ীদের দশটি সাধারণ প্রশ্ন
#৯ - মুসলমানেরা সমস্ত আসমানি কিতাবে বিশ্বাসী
১০. কোরআন এবং বাইবেলের বৈজ্ঞানিক তুলনা
১১. হযরত আদম (আঃ) কি ৫,৮০০ বছর আগে ছিলেন?
১২. হযরত নূহ্‌ (আঃ) এবং মহাপ্লাবন
৭. হারুনের বোন মরিয়ম কি ঈসার মা ছিলেন?
৮. ঈসা (আঃ) ক্রুশে মারা যান নি
নবী ইয়াহিয়াকেও আল্লাহ্‌র 'কালাম' বলা হয়

বিজ্ঞানের দৃষ্টিতে কোরআন ও বাইবেল
উইলিয়ম ক্যাম্পবেলের সঙ্গে বিতর্ক

পাক-কিতাবের বিরুদ্ধে জাকির নায়েকের '২২টি পয়ন্ট"
পয়ন্ট #১: তৌরাতে তৌরাতে ৬ দি্নের সৃষ্টি এবং কোরআনে ৬ যুগের সৃষ্টি?
পয়ন্ট #২: (সৃষ্টিতত্ত্ব) সূর্যের আগে দিন?
পয়ন্ট #৩: (সৃষ্টিতত্ত্ব) পৃথিবী সৃষ্টির আগে দিন ও রাত?
পয়ন্ট #৪: (সৃষ্টিতত্ত্ব) সূর্যের আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল?
পয়ন্ট #৫ (সৃষ্টিতত্ত্ব) সূর্যের আগে গাছপালা সৃষ্টি?
পয়ন্ট #৬: (সৃষ্টিতত্ত্ব) চাঁদের নিজস্ব আলো?
পয়ন্ট #৭: পৃথিবী চিরস্থায়ী নাকি ধ্বংস হবে?
পয়ন্ট #৮: কিতাবুল মোকাদ্দস অনুযায়ী কি আকাশের থাম আছে?
পয়ন্ট #৯: কিতাবুল মোকাদ্দস অনুযায়ী কি দুনিয়ার থাম আছে?
পয়ন্ট #১০: কিতাবুল মোকাদ্দস অনুযায়ী কি সকল গাছ খাওয়া যায়?
পয়ন্ট #১১: মার্ক ১৬ অধ্যায় কি সত্যই একটি ঈমানের পরীক্ষা?
পয়ন্ট #১২: তৌরাত শরীফ কি নারীদের তুচ্ছ করে?
পয়ন্ট #১৩: জীবানুমুক্ত হিসাবে রক্ত ব্যবহার করতে বলা হয়?
পয়ন্ট #১৪: তৌরাতে জেনার জন্য তেঁতো পানির পরীক্ষা?
পয়ন্ট #১৫: উযায়ের ও নহিমিয়ার তালিকার অমিল
পয়ন্ট #১৬: উযায়ের ও নহিমিয়ার তালিকার সর্বমোটের অমিল
পয়ন্ট #১৭: ২০০ নাকি ২৪৫ গায়ক? (উযায়ের ও নহিমিয়ার অমিল)
পয়ন্ট #১৮: যিহোয়াখীন কি ৮ নাকি ১৮ বছর বয়সে রাজা হয়েছিলেন?
পয়ন্ট #১৯: যিহোয়াখীন কি ৩ মাস নাকি ৩ মাস ১০ দিন রাজত্ব করেছিলেন?
পয়ন্ট #২০: সোলায়মানের পাত্রে কত লিটার পানি ধরত?
পয়ন্ট #২১: বাদশাহ্‌ বাশা কবে মারা গেলেন?
পয়ন্ট #২২: হযরত নুহ্‌ (আঃ)-এর আগে রংধনু ছিল না? তৌরাত ও ইঞ্জিল কি হারিয়ে গিয়েছিল?
আগেকার কিতাবগুলো কি পরিবর্তিত?
কিতাবুল মোকাদ্দসে কি মিশ্রিত আল্লাহ্‌র কথা এবং মানুষের কথা আছে?
সূরা বাকারা ২:৭৯ অনুযায়ী কি ইঞ্জিল শরীফ বিকৃত?

১. দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ-ভারত প্রশ্ন #৭০৭৭,
(http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=7077)
২. দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ-ভারত প্রশ্ন #১৭১,
(http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=171)
৩. দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ-ভারত প্রশ্ন #১১০,
(http://darulifta-deoband.org/viewfatwa.jsp?ID=110)

No comments:

Post a Comment